ময়মনসিংহের আন্তঃজেলা ডাকাত ও প্রফেশনাল কিলার মো. রায়হান ওরফে ‘কিলার রায়হানকে’ (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার পাগলা থানার ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানা-পুলিশ। রায়হান আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। ডাকাতির পাশাপাশি টাকার বিনিময়ে মানুষকে খুনও করতেন তিনি। রায়হান গফরগাঁও উপজেলার বেলদিয়া গ্রামের আব্দুল রশিদের ছেলে।
ওসি আরও জানান, পাগলা থানা এলাকার আলোচিত ইলিয়াস হত্যাসহ ৭টি হত্যা মামলার আসামি রায়হান। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন থানায় আরও ১২টি মামলা রয়েছে। ওই সব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
সকালে রায়হানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি মো. শাহীনুজ্জামান খান।